সংখ্যালঘুদের উপর বড়লেখায় বার বার নির্যাতন হচ্ছে।
তাদের অধিকার হরন করা হচ্ছে।
আমি কয়েকদিন আগে বড়লেখায় ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা দিয়েছিলাম।
১০ টি ইউনিয়নের মধ্যে ৮টি সঠিক হয়েছে।
১নং বর্নী ইউনিয়নে মনোনয়ন বোর্ড মোহিত ভাইকে মনোনীত করে। পরে উনার নাম বাদ দিয়ে জুবের হোসেন কে মনোনয়ন দেয়া হয়।
চট্রগ্রামে ঠিক এরখম একটি গঠনা ঘঠে। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শাহ নেওয়াজ নৌকার মনোনয়ন পান।
